★ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ্ তাআলার. ★
মি'রাজ ও বিজ্ঞান 'অ্যাপ্সটি একটি পিডিএফ বই. অ্যাপ্সটি উম্মুল হাকীম হযরত মাওলানা হযরত মাওলানা আশরাফ আলী থানবী (রহঃ) এর "তানভীরুস সিরাজ ফী লাইলাতিল মিরাজ" কিতাবের একটি অনুবাদ গ্রন্থ.
'মি'রাজ'
পরম করুনাময় আল্লাহ্ তালা, তাহার প্রিয় বান্দা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে আপন কুদরতের নিদর্শন প্রদর্শন করাবার উদ্দেশ্যে মেহমান সাজিয়ে এক বিশেষ রজনীতে তার সান্নিধ্যে নিয়ে যান. এই মি'রাজ এর মধ্যে দুনিয়া ও আখেরাতের অগণিত কল্যান এবং গননাতীত জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা -দীক্ষা, জাহেরী ও বাতেনী সকল কিছু গোপন রাখে দিয়েছেন.
জ্ঞান-বিজ্ঞানের দ্বারা আদিকাল হইতে এই পর্যন্ত যত কিছু আবিস্কার হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত কিছু আবিস্কার হবে, আর বৈজ্ঞানিকের যত গর্ব ও অহংকার আছে, সেই প্রজ্ঞাময় আল্লাহ্ ঐ সব গুলো একত্র করে মি'রাজ এর মধ্যে দিয়ে দিয়েছেন.
আপ্সটীর সাইজ মাত্র 5.92 মেগাবাইট. বইটি পুরোপুরি লোড হতে কিছু সময় লাগবে. র্যাম ক্লিয়ার করে চালু করলে, অবশ্য আরো দ্রুত লোড হবে. আপ্সটী দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরীতে আপনার উপকারে আসুক.
বইটি অনুবাদ করেছেন মাওলানা শাহ মুহাম্মাদ আব্দুল্লাহ. পরিবেশনায় রশীদ বুক হাউস. বইটির পিডিএফ ফাইলটি বাংলা কিতাব ডট কম থেকে নেয়া হয়েছে. তাই তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ. আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে এখলাস দান করুন এবং এই কিতাবের অ্যাপ্সটি সংশ্লিষ্ট সকলের নাজাতের উসিলা করে দিন. আমিন.