কুয়াশা আর ঠাণ্ডা বাতাস ইতোমধ্যেই জানান দিয়েছে শীতের আগমনী বার্তা. ঋতু পরিবর্তনে তাই শুরু হয়েছে ত্বকের নানা সমস্যা. এ সময় ত্বক রুক্ষ ও অনুজ্জ্বল হয়ে যাওয়ায় দরকার একটু বাড়তি যত্নের. নিয়মিত যত্নে শীতেও ত্বক হয়ে উঠবে মসৃণ এবং স্বাস্থ্যজ্জ্বল. জেনে নিন শীতে কোন ধরনের ত্বকে কেমন যত্ন নিবেন