পালি ত্রিপিটক, অর্থকথা, টীকা ও অন্যান্য গ্রন্থাবলীর সংগ্রহ হচ্ছে এই "পালি ত্রিপিটক"। বাংলা অক্ষরে সর্বপ্রথম সম্পূর্ণ পালি ত্রিপিটক এন্ড্রয়েড এ্যাপ আকারে প্রকাশিত হলো। পরবর্তীতে এর সাথে মানসম্পন্ন বাংলা অনুবাদও যোগ করা হবে।
প্রোগ্রামিংয়ের ত্রুটির কারণে অনেকেরই এ্যাপ ক্র্যাশ করেছে, সেটা আপাতত ঠিক করা হয়েছে।