প্রতিনিয়ত কত না বিপদ আপদের মুখোমুখি হই আমরা.বিপদ আসলে আমরা রীতিমত অস্থির হয়ে উঠি.অস্থির না হয়ে যদি আল্লাহুকে স্মরণ করি তাহলে অনেকটাই সস্তি পাওয়া যায়.আল্লাহর উপর পুর্ণ বিশ্বাস রাখতে হবে.আল্লাহ আমাদেরকে বিপদে আল্লাহকে ডাকতে বলেছেন এবং কিছু দোয়া আছে তা বেশি বেশি করে পড়তে বলেছেন. আমাদের অ্যাপসটিতে সেরকমই কিছু দোয়া রয়েছে যা আপনি সবসময় এবং বিপদের সময় বেশি করে পড়বেন.