শায়খ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের 10 টি বই
Sheikh Abdul Razzak Bin Yusuf của 10 cuốn sách
বই সমূহঃ
>> আদর্শ পুরুষ
>> আদর্শ নারী
>> আদর্শ পরিবার
>> মরন একদিন আসবেই
>> উপদেশ
>> কে বড় লাভবান
>> কে বড় ক্ষতিগ্রস্থ
>> আইনে রাসূল সাঃ এর দোআ
>> তাফসীর কি মিথ্যা হতে পারে
>> তাওযীহুল কুরআন
আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, Abdur Razzak bin Yousuf, Abdur Razzak bin Yousuf bangla Waz, bangla Waz, New Bangla Sắp xếp Waz | Sắp xếp Life Story | của | Shaikh Abdur Razzak Bin Yousuf, Ông đã viết và xuất bản cuốn sách có giá trị như Adorsho Purush, Dua Oddhay, k Boro khotigrostho vv và một số người khác vẫn đang được công bố. Hơn 250 các giấy tờ ngắn của ông đã được xuất bản trong tạp chí và ấn phẩm định kỳ khác nhau. Hơn nữa, ông cũng đã tiến hành nhiều một work.Chairman nghiên cứu, Nibras Quỹ nghiên cứu Hồi giáo và người sáng lập của Al Jamiah như- Salafiah, N.gonz. Thành viên Darul Iftaa, HFB. cũng Loa trên PEACE TV Bangla, আহলে হাদিস বাংলাদেশ.আল ইতিসাম.আত-তাহরীক. আত-তাহরিক.
পড়াশোনাঃ এলাকার মক্তবে শিক্ষা জীবনের হাতে খড়ি হওয়ার পর তিনি নাচল নবাবগঞ্জ মাদরাসা থেকে হাদীসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়েন. তারপর উচ্চ শিক্ষার আশায় ভারত গমন করেন এবং উত্তর প্রদেশের দারুল উলুম মউনাথভাঞ্জান থেকে দাওরা হাদীস শেষ করেন. তিনি দুই বার দাওরা হাদীস শেষ করেছেন. তারপর দেশে ফিরে কর্ম জীবনের পাশাপাশি ফাজিল ও কামিল পরীক্ষায় অংশ গ্রহন করেন. তিনি হাদীস ও তাফসীর নিয়ে 1 ম বিভাগে কামিল পাশ করেন.
কর্ম জীবনঃ জান্নাতপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় অবস্থিত আল মারাকাজুল ইসলামীতে শিক্ষকতা করার মাধ্যমে তিনি তার কর্ম জীবনের শুরু করেন. তারপর 1998 সাল থেকে অদ্যবধি আল মারকাজুল ইসলামী আস সালাফী নওদাপাড়া রাজশাহীতে একজন মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন. তিনি অত্র মাদরাসায় প্রায় 5 বছর প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালান করেছেন. এই পাঁচ বছরে মাদরাসার উত্তরত্তর উন্নতি সাধনে বিরাট অবদান রেখে যান. এছাড়া তিনি মাসিক আত তাহরিক পত্রিকার ফতোয়া বোর্ডের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন. বর্তমানে তিনি আল জামিয়াতুস সালাফিয়া নামে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করছেন.
দ্বীনের খিদমাতঃ ছাত্র জীবনে থেকেই বক্তব্য দেয়ার অভ্যাস থাকায় দারস দানের পাশাপাশি তিনি বক্তব্যের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে থাকেন. এবং এখন তিনি বাংলা ভাষাভাষী আলেমদের মাঝে একজন সর্বজন বিদিত বক্তা হিসেবে স্বীকৃত. তিনি ডাঃ জাকির নায়েকের পীস টিভিতেও নিয়মিত লেকচার দিয়ে থাকনে. তিনি এ পর্যন্ত সউদী আরব, দুবাই, ভারত ও মালদ্বীপ বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহন করেছেন. তার বক্তব্যের আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি হাদীসের আরবী ইবারাত মুখস্থ পড়েন এবং তারপর অনুবাদ করেন. তার প্রায় দুই আড়াই হাজার হাদীস মুখস্থ রয়েছে. একেক বিষয়ের উপর তিনি দীর্ঘ দুই তিন ঘণ্টা বক্তব্য দেন কিন্তু তার মাঝে হাদীস ও হাদীসের অনুবাদ ছাড়া অন্য কিছু স্থান পায়না. ফলত তার প্রতিটি বক্তব্য এক একটি দারসে হাদিস.
লেখনীর ময়দানেও তার অবদান কম নয়, এ পর্যন্ত তিনি প্রায় দশটি বই লিখেছেন.ত্নমধ্যে অন্যতম হচ্ছে আইনে রাসুল দোয়া আধ্যায় ও তাওজীহুল কুরআন. তার হাতে গড়া অনেক ছাত্র এখন দেশব্যাপী দ্বীনের খিদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছেন যেমন শায়খ মুজাফফর বিন মুহসিন, শায়খ ইমামুদ্দিন বিন আব্দুল বাসির, শায়খ নুরুল ইসলাম, শায়খ আবু তাহের, শায়খ আব্দুল মাতীন মাদানী, শায়খ শরীফুল ইসলাম মাদানী. এছাড়া বাংলার প্রান্তে প্রান্তে হাজার হাজার মানুষ রয়েছে যারা আল হামদুলিল্লাহ তার বক্তব্য শুনে যাবতীয় পাপ কাজ থেকে তওবা করেছেন. এই রকম অসংখ্য তরুন আছে যারা শায়েখের নসীহত শুনে টাখনুর নিচে প্যান্ট পরা ছেড়ে দিয়েছেন, মুখে সুন্নাতী দাড়ী রেখেছেন. উল্লেখ্য যে, শায়খের বক্তব্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি মাজহাব ও মাসলাক নির্বিশেষে আম মুসলমানদের উদ্দেশ্যে নসীহত মূলক বক্তব্য দেন. বিশেষ করে জান্নাত, জাহান্নাম, কিয়মাত, আদর্শ পরিবার, কে বড় ক্ষতি গ্রস্ত ইত্যাদি বিষয়ে তার বক্তব্য মাসলাক মাজহাব নির্বিশেষে সকল মুসলমানের হৃদয়ে নাড়া দিতে সক্ষম. ইসলামী শিক্ষাকে বাংলাদেশে ছড়িয়ে দেয়ার জন্য তিনি অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যেমন আল জামিয়াতুস সালাফিয়া, রুপগঞ্জ নারায়নগঞ্জ, আল মাদ্রাসাতুস সালাফিয়া, আটমল, বগুড়া, বীরকুস্টিয়া দারুল হাদীস সালাফিয়া মাদরাসা বগুড়া. এবং অনেক প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে দিতে সহযোগিতা করেন. যেমন আল মারকাজুল ইসলামী আস সালাফী, রাজশাহী এবং মহিলা সালাফিয়া মাদরাসা, রাজশাহী.
আমরা দুয়া করি আল্লাহ যেন শায়খকে দীর্ঘজীবী করেন ও নেক হায়াত দান করেন. আমীন! ছুম্মা আমীন!
(1992 & 94) tham gia làm thành viên của Darul IFTAA, hadis Foundation Bangladesh, Kajla, Rajshahi.
Sheikh Abdul Razzaj Bin Yusuf's 10 Books