মোবাইল ফোন যাদের আছে তারা সকলেই কোন না কোন ব্রান্ডের মেমোরি কার্ড ব্যবহার করেন. কিন্তু সমস্যা হল অতি দ্রুত মেমোরি কার্ডের স্পেস শেষ হয়ে যায় নয়ত বা মেমোরি কার্ড নষ্ট হয়ে যায়. আপনাদের এই সমস্যার কিছু উপায় নিয়ে আজ আমাদের আয়োজন নষ্ট মেমোরি কার্ড ঠিক করার উপায়. অনেকে ভাবেন মেমোরি কার্ড নষ্ট হওয়া মানে মেমরি কার্ড থেকে সব ডাটা মুছে গেছে. এটা সম্পূর্ণ ভুল ধারনা, ফোনের মেমোরি কার্ড নষ্ট হলেও যে এর ডেটা রিকভারি করা যায় তা আপনারা এখানে জানতে পারবেন. যারা মেমোরি কার্ড ব্যবহার করেন তাদের মেমোরি কার্ড ভালো রাখা যায় কিভাবে তা জানতে হবে.
অনেকে নিরাপত্তার স্বার্থে তাদের মোবাইলের মেমরি কার্ডের (mật khẩu Memory) পাসওয়ার্ড দিয়ে রাখে. এতে সমস্যা হল কোন কারনে পাসওয়ার্ড ভুলে সেই মেমরি কার্ড লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে. এখানে আমরা সেই বিরম্বনা থেকে বাচতে কি কি সচেতনতা অবলম্বন করতে হবে তা জানিয়েছি.
5 মিনিটের মধ্যে আপনার নষ্ট হয়ে যাওয়া মেমোরি কার্ড কিভাবে ঠিক করবেন, মেমোরি কার্ড ফরমেট হচ্ছে না কিভাবে ফরমেট দিবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে.