মহান মুক্তিযুদ্ধের সময়ে অনেক গল্প আমরা শুনি এবং বিভিন্ন লেখায় পড়ে থাকি। কখনো কোনো চলচ্চিত্রেও দেখি। আমরা সেইসব গল্পে বুঁদ হয়ে যাই। গল্পের বর্ণনায় আমরা শিউরে উঠি। আমাদের ভেতরে প্রবল দেশাত্মবোধ জেগে ওঠে নিজের অজান্তেই। অস্তিত্বে মোচড় লাগা সেইসব গল্পের ভাঁজে ভাঁজে আমাদের ইতিহাস লেখা। অসংখ্য গল্পের এক টুকরো গল্পও যেন আমাদের এক বিরাট অধ্যায়ের মুখোমুখি করে দেয়। তেমনই এক গল্প হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া।
মুক্তিযুদ্ধ চলাবস্থায় হানাদারদের আক্রমণ থেকে বাঁচতে সাধারণ মানুষের ছোটাছুটি শুরু হয়। যেদিকে যাবে, সেদিকেই ওঁত পেতে থাকে শত্রুর তীক্ষ্ণ নজর। এক বয়স্ক লোক তার নিজের ছেলে ও নাতনিকে হারিয়েছেন। পুত্রবধূকে সঙ্গে নিয়ে তিনি একটা বড় নৌকা ভাড়া করেন। উদ্দেশ্য, এই আক্রান্ত এলাকা ছেড়ে মুক্তাঞ্চলের দিকে যাবেন। তার নৌকায় এসে আশ্রয় নেয় অনেকেই। এদের মধ্যে এক হিন্দু পরিবার। সন্তানসম্ভবা স্ত্রীসহ এক মৌলভী। যুদ্ধে শহীদ দুই যোদ্ধার স্ত্রী ও ছোট সন্তান। আর নৌকার মাঝির সাথে তার সহযোগী।
নৌকা চলতে থাকে অনেক আশঙ্কা নিয়েই। চলতে চলতে একদিন এক রাজাকারের নৌকার সামনে পড়ে যায়। সেই রাজাকার এসে হিন্দু পরিবারের বউটাকে তুলে নিতে চায়। গচ্ছিত অলংকার লুট করে। সেই রাজাকারকে বাধা দেন মৌলভি সাহেব। রাজাকার তার সিদ্ধান্তে অটল। ঝাঁপিয়ে পড়েন মৌলভি সাহেব। সবাই মিলে রাজাকারকে ধরে ফেলে। নৌকার মাঝে তাকে বস্তায় ভরে নদীতে ফেলে দিতে চায়। মৌলভি সাহেব তা হতে দেন না। একদিন পর আবার আক্রান্ত হয় নৌকা। হানাদার বাহিনী আসে। সাথে সেই রাজাকারও। সে কৌশলে হানাদারদের হাত থেকে সবাইকে রক্ষা করে। সে জানায় এটা পাকিস্তানের নৌকা। সবাই নিরাপদে আবার যাত্রা শুরু করে।
এরমধ্যে ঘাট থেকে এক গানের দল নৌকায় ওঠে। আদতে তাঁরা মুক্তিযোদ্ধা। তাদের মিশন সামনের হানাদারদের বড় জাহাজ ধ্বংস করা। এই নৌকার অনেকেই এই মুক্তিযোদ্ধা দলের সঙ্গী হয়। সঙ্গী হয় হিন্দু সেই বউটি। চরম ভীতু শহুরে যুবকটি। সঙ্গী হন সেই মৌলভি সাহেব। সঙ্গী হয় নৌকার মাঝিও। জীবন বাঁচাবার তাগিদে যারা নিরাপদ স্থানে যেতে বেরিয়েছিল, তারাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। শেষমেশ হানাদারদের বড় জাহাজটা ডুবিয়ে দিতেও সক্ষম হন মুক্তিযোদ্ধারা। দূর থেকে দেখা যায় লাল সবুজের পতাকা পতপত করে উড়ছে। বিজয়ের আনন্দে সবার চোখে জল এসে যায়।
হুমায়ূন আহমেদ এর শ্যামল ছায়া (Shyamol Chhaya bởi Humayun Ahmed) উপন্যাসটি পিডিএফ (Shyamol Chhaya pdf) (শ্যামল ছায়া PDF) আকারেও পাওয়া যায় যা অনেকাংশে অস্পষ্ট। তাই আবহমান এর উদ্যোগে শ্যামল ছায়া উপন্যাস টি ফ্রেশ কপি আকারে প্লে স্টোরে পাঠকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। অ্যাপটি ভালো লাগলে অবশ্যই ভালো রেটিং ও রিভিউ দিবেন যাতে করে আবহমান টিম আরো গুনগত কাজ করার অনুপ্রেরণা পায়।
New UI Design