দক্ষিণ সুরমা বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলার একটি উপজেলা। এই উপজেলায় মোট ইউনিয়ন এর সংখ্যা ১০টি, এছাড়া ও উপজেলাতে আছে ঐতিহ্য, দর্শনীয় স্থান, নদ-নদী, হাটবাজার, বিভিন্ন ব্যবস্যা বানিজ্য। উপজেলার ইউনিয়ন পরিষদে আছে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যান সহ নানান ধরনের আইন ও বিধি। এত্র উপজেলার প্রশাসনে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পৌরসভাতে আছেন মেয়র ও তার সাথের বিভিন্ন কাজে নিয়জিত কর্মকর্তা-কর্মচারী। তাছাড়া সকল ধরনের সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠান তো আছেই।
উপজেলা সম্পর্কিত সকল তথ্য কোন প্রকার ইন্টারনেট সংযোগ ছাড়া দেখার/জানার জন্য আমাদের এই এপস টির আবির্ভাব। এই এপসটিতে থাকছে উপজেলার সাধারন তথ্য, উপজেলার পরিষদের তথ্য, উপজেলা প্রশাসনের তথ্য, পৌরসভার তথ্য ও সরকারী, বেসরকারী, ধর্মীয় প্রতিষ্ঠান এর তথ্য।
এপস সম্পর্কে-
১। অফলাইনে উপজেলার সকল তথ্য পাওয়া যাবে।
২। এপসটিতে আছে আপডেট বাটন, কোন ব্যবহারকারী চাইলে ইন্টারনেট সংযোগে বর্তমান তথ্য এপসে আপডেট করে নিতে পারবে, আপডেটে খুব বেশি ইন্টারনেট এর খরচ হবে না।