কাস্টমস, ভ্যাট ও আয়কর এর আইনসমূহ মূলতঃ পরিবর্তনশীল অর্থাৎ প্রতিনিয়ত সংযোজন-বিয়োজন, প্রতিস্থাপন, পরিমার্জন ও সংশোধন হয়। আর এর সিংহ ভাগই হয়ে থাকে বাজেট ঘোষণার সময়। এছাড়া, সারাবছরই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রজ্ঞাপন, আদেশ, ব্যাখ্যাপত্র ইত্যাদি জারি হয়ে থাকে, যা হয়তো অনেকেরই অজানা থেকে যায়। যার কারণে অনেক সময় আইনের যথাযথ পরিপালন করা সম্ভব হয়ে ওঠে না। আর তা থেকেই মূলত Thuế VAT & THUẾ hải quan মোবাইল এ্যাপস এর ধারণার সৃষ্টি।
মোবাইল আমাদের দৈনন্দিন জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ ডিভাইস, যা প্রতিনিয়ত সঙ্গে রাখতে হয়। মোবাইল এ্যাপস এর মাধ্যমে সকল প্রকার সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এখন যুগের অন্যতম চাহিদা। Thuế VAT & THUẾ hải quan মোবাইল এ্যাপস এর সাহায্যে আপনি কাস্টমস, ভ্যাট ও আয়কর সংশ্লিষ্ট প্রায় সকল আইনগত বিষয়াদিসহ নানাবিধ তথ্যাদি খুব সহজেই জানতে পারবেন। কাস্টমস, ভ্যাট ও আয়কর বিষয়ক যেকোন আইন জারি হওয়ার সাথে সাথে তা অবহিত হয়ে এই মোবাইল এ্যাপসে অতিদ্রুত সময়ের মধ্যে আপডেট বা আপলোড করার চেষ্টা করা, ইনশাআল্লাহ
মোবাইল এ্যাপসটিতে আইন ও বিধিমালার বছর ভিত্তিক সংশোধন, সংযোজন ও প্রতিস্থাপনগুলো যুক্ত করা হচ্ছে এবং বছরভিত্তিক প্রজ্ঞাপন এস.আর.ও, আদেশ ও ব্যাখ্যাপত্র সংযোজন করা হয়েছে। এ্যাপসটিতে শক্তিশালী সার্চ অপশন রয়েছে, যেখানে কাঙ্খিত তথ্য বা শব্দ লিখলেই খুজে দিবে মূহুর্তের মধ্যে। অদূর ভবিষ্যতে এই মোবাইল এ্যাপসে বিগত যে কোন বছরের জারিকৃত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে মর্মে আশা করা যায়।
Thuế VAT & THUẾ hải quan মোবাইল এ্যাপসটি মূলত আয়কর, কাস্টমস ও ভ্যাট আইন প্রতিপালনে নিয়োজিত সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, আইনজীবী, ছাত্র ও শিক্ষক সর্বোপরি আয়কর, কাস্টমস ও ভ্যাট প্র্যাকটিস এর সাথে জড়িত প্রায় সকলের কাঙ্খিত তথ্য খুব সহজে খুজে ও জ্ঞান আহরণের বিষয়টি আমলে নিয়ে প্রণয়ন করা হয়েছে। কাজের সুবিধার্থে আপনাদের সহযোগিতায় আগামী জুন, ২০২১ এর পূর্ব পর্যন্ত সময়ে এই মোবাইল এ্যাপসটি Phiên bản Demo হিসেবে পরিচালন করা হবে।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের কথা বিবেচনায় নিয়ে এ্যাপসটিতে সরকারি চাকুরি আইন, ২০১৮ সহ সংযোজন করা হয়েছে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানাবিধ আইন। রয়েছে জাতীয় বেতন স্কেল, ২০১৫, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালাসমূহ, পেনশন সহজীকরণ আদেশ, ২০২০, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা, ২০১৮, সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা, ২০১৯ ইত্যাদি। কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের সকল দপ্তরের টেলিফোন নম্বরসহ রয়েছে যোগাযোগের ঠিকানা।
Thuế VAT & THUẾ hải quan মোবাইল এ্যাপসটিতে সকল H. S. Mã এর বিস্তারিত বর্ণনাসহ রয়েছে অসাধারণ কাস্টমস্ ক্যালকুলেটর। এ্যাপসটিতে Mã HS অনুযায়ী বছর ভিত্তিক CD, RD, SD, AIT, ATV, AT এবং TTI রেট রয়েছে। এ্যাপসটির ট্যারিফ বর্ণনা এবং রেটসমূহ Đạo luật Hải quan, 1969 এর Lịch trình đầu tiên, ট্যারিফ মূল্য এবং সর্বনিম্ন মূল্য সংশ্লিষ্ট এস.আর.ও থেকে নেওয়া হয়েছে।
New Release