যেসব প্যাকেটজাত সৌন্দর্য সামগ্রী আমাদের উজ্জ্বল ত্বকের নিশ্চয়তা দেয় আমরা অনেকেই তা একবার করে আমাদের মুখে পরীক্ষা করে দেখে থাকি. এই করতে গিয়ে আমাদের মুখের ত্বকের বারোটা বাজে. আমরা প্রায়ই ভুলে যাই-উজ্জ্বল ত্বক আসলে সুস্থ ত্বকেরই বাইরের রূপ. দীর্ঘস্থায়ী উজ্জ্বল ত্বকের নিশ্চয়তা কেবল সুস্থ ত্বকই দিতে পারে, বাইরের ত্বক নয়.