পূজনীয় সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) জীবিত থাকাকালে পুণ্যার্থী ও ভিক্ষু-শ্রামণদের উদ্দেশ্যে যেসব ধর্ম উপদেশ প্রদান করতেন সেগুলো শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত ভান্তে রেকর্ড করে রেখে পরবর্তীতে সেই উপদেশগুলো সংকলন করে “বনভন্তের ধর্মদেশনা” নামে বই বের করেন. শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত ভান্তের সেই সংকলিত বই ও শ্রীমৎ আনন্দজগত ভিক্ষুর সংকলিত “উপদেশ বাণী” নামক বই হতেই পূজ্য বনভান্তের মূল মূল উপদেশের সারগুলো গ্রহণ করে পাঠকদের সুবিধার্থে এন্ড্রয়েড অ্যাপস তৈরী করা হলো. আপাতত 100 টি উপদেশ সংযুক্ত করে অ্যাপসটি তৈরী হলেও পরবর্তী আপডেট করার সময় আরো উপদেশ যুক্ত করার চেষ্টা করা হবে. অ্যাপসটির মান উন্নয়ন কল্পে আপনাদের সুপরামর্শ সাদরে গ্রহন করা হবে. ধন্যবাদ
Email: bjyotibhante@gmail.com
যে ক’টিতে বানানের ত্রুটি পাওয়া গেছে ২য় ভার্সনে তা সংশোধন করা হয়েছে।