পেটের মেদ কমানোর 5 সহজ ব্যায়াম
সাধারণত নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই পেটের মেদজনিত জটিলতা আছে. বিশেষ করে সারা শরীরের তুলনায় পেটে মেদ জমে বেশি এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে পেটের মেদ কমাতে সময় একটু বেশি লাগে. তবে নিয়মিত সঠিক নিয়মে ব্যায়াম করতে পারলে পেটের মেদ দূর করা সম্ভব. পাশাপাশি খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে. একবারে পেট ভরে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে নিয়ে পাঁচ-ছয়বারে খাবেন. খাবার খাওয়ার আধা ঘণ্টা পরে পানি খাবেন. রাতের খাবার সাড়ে 8 টার মধ্যে শেষ করতে হবে অথবা ঘুমানোর দুই ঘণ্টা আগে রাতের খাবার শেষ করতে হবে. এগুলোর পাশাপাশি নিয়মিত ব্যায়াম করলে পেটের মেদ নিয়ন্ত্রণে রাখা সম্ভব. খাবার তালিকায় রাখতে হবে ফল, সবজি, লাল চালের ভাত, লাল আটার রুটি, মুরগি, মাছ, লো ফ্যাট দুধ ইত্যাদি.
কোনো একটি সমতল জায়গায় বা মেঝেতে শুয়ে পড়ুন. এবার পা দুটো ভাঁজ করে দিন. হাত থাকবে হাঁটু বরাবর সোজা, সামনের দিকে. এবার শ্বাস ছাড়তে ছাড়তে সোজা সামনের দিকে উঠে বসুন. পা ভাঁজ অবস্থায় থাকবে. এবার আবার আগের অবস্থায় শুয়ে যান. বসা অবস্থায় বেশিক্ষণ থাকবেন না. উঠে আবার শুয়ে পড়বেন, আবার উঠে বসুন. এভাবে হবে একবার. আপনি এভাবে মোট 1২ বার করবেন. 1২ বার হয়ে গেলে এক মিনিট শুয়ে বিশ্রাম নেবেন. এক মিনিট পরে ঠিক একই নিয়মে আবার শুরু করবেন. আবার 1২ বার করবেন. এভাবে 1২ বারে হবে এক সেট. আপনাকে এভাবে দুই সেট করতে হবে প্রাথমিক অবস্থায়. পরে সেট বাড়িয়ে তিন সেট করতে পারেন.
পেটের মেদ কমানোর সহজ উপায়