ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ. আমাদের শরীরে ইনস্যুলিন নামের হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারণে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এবং এক সময় তা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে. এই সামগ্রিক অবস্থাকে ডায়াবেটিস বলে.
এ থেকেই ডায়বেটিস নামক রোগটি মানুষের শরীরে বাসা বাঁধছে. ডায়াবেটিস সম্পূর্ণ সারানো বা নিরাময় করা যায় না. তবে এটিকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হয়. আমাদের এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়. এছাড়াও এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন-
- ডায়াবেটিস কি? | Tiểu đường là gì?