জানিনা আর কতদিন নীরবে, সবার অগোচরে চোখের জল ফেলতে হবে.জানিনা আর কতটা জল চোখ দিয়ে পড়লে বিশ্বাস করবে কতোটা ভালোবাসি ... মনের জমানো সব ব্যাথা বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে বেরিয়ে আসতে চায়.আজ ও বৃষ্টি হচ্ছে.বৃষ্টির সাথে কেমন যেনো একটা গভীর সম্পর্ক তৈরী ফেলছি নিজের অজান্তেই.তাই তো বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেলো আমার চোখের ... 55) পাথর চাপা কষ্ট বুকে ,, কষ্টের কথা বলি কাকে ?? যার কারনে নিস্ব হলাম ,, সেইতো আছে বেশ সুখে ,, আর আমার কথা ভুলেই গেছে.