1943 সালে তদানীন্তন অবিভক্ত বাংলায় রেশম চাষ সংক্রান্ত গবেষণার জন্য মুর্শিদাবাদ জেলার বহরমপুরে শ্রী সি. সি. ঘোষের যোগ্য নেতৃত্বে কেন্দ্রীয় রেশম গবেষণা স্টেশন (সি.এস.আর.এস.) নামে দেশের প্রধান এবং মর্যাদাপূর্ণ প্রতিস্থানটি গড়ে ওঠে.তদানীন্তন বাংলা সরকারের বিশিষ্ট আধিকারিক (রেশম) শ্রী ঘোষ মহাশয় অস্থায়ী অধিকারী রূপে প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দেন 0,1948 সালে পার্লামেন্টের একটি আইন প্রণয়নের মাধ্যমে কেন্দ্রীয় রেশম বোর্ডের প্রতিষ্ঠা হয় 0,1956 সালের ডিসেম্বরে ড. ডি.পি. রায় চৌধুরী মহাশয় কেন্দ্রীয় রেশম গবেষণা স্টেশন (সি.এস.আর.এস.), বহরমপুরের প্রথম অস্থায়ী অধিকর্তা হিসেবে নিযুক্ত হন. 1957 সালে তৎকালীন বস্ত্র কমিশনার এবং কেন্দ্রীয় রেশম বোর্ডের অধ্যক্ষ মহাশয়ের দ্বারা 1943 থেকে 1948 সল্ পর্যন্ত সি.এস.আর.এস. - এর কার্যকলাপের মূল্যায়নের ভিত্তিতে ড. ডি.পি. রায় চৌধুরী মহাশয় স্থায়ী অধিকর্তা হিসেবে নিযুক্ত হন. পরবর্তীকালে জাপানিজ রেশম গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিষ্ঠানের পুনর্গঠন এবং বিস্তারের পরিকল্পনা নেওয়া হয়. 1969 সালে সি.এস.আর.এস. কে কেন্দ্রীয় রেশম বোর্ডের প্রায়োগিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়. 1980 সালে সি.এস.আর.এস. এর নাম পরিবর্তিত হয়ে কেন্দ্রীয় রেশম গবেষনা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (সি.এস.আর টি. আই.) হয় .সেই সময় থেকে প্রতিষ্ঠানটি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের 13 টি রাজ্য যথা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড, ছত্তিসগড়, আসাম, মনিপুর , মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ ইত্যাদি রাজ্যের রেশম চাষিদের অসামান্য সেবা প্রদান করে আসছে. জন্মলগ্নের শুরু থেকেই প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন করেছে এবং তা চাষিভাইদের ঘরে পৌঁছে দিয়েছে. প্রযুক্তির বিকাশের সাথে সাথে সি.এস.আর টি. আই., বহরমপুর রেশম চাষের অংশীদারদের কাছে নতুন উন্নত প্রযুক্তিগত কলাকৌশল আরও ভালভাবে পৌঁছানোর জন্য তথ্য-প্রযুক্তির সহায়তায় অক্লান্ত চেষ্টা করে চলেছে .রেশম চাষ সংক্রান্ত বিস্তৃত জানকারীর উদ্দেশ্যে অ্যান্ড্রয়েড ফোনের উপযোগী একটি ব্যবহারকারী-বান্ধব "রেশম বন্ধু" নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশনের পরিকল্পনা ও উন্নয়ন করা হয়েছে .এর মাধ্যমে এই অঞ্চলের উপযোগী রেশম চাষের বিভিন্ন বি য় যথা তুঁতচাষ, পলুপালন, সুতো কাটাই, প্রশিক্ষণ ও বিস্তার সংক্রান্ত নানাবিধ কার্যকলাপ সম্বন্ধে বিস্তারিত জানকারী দেওয়া হয়েছে. এই অ্যাপ্লিকেশনটি সার, রাসায়নিক, পোকা ও রোগ নিয়ন্ত্রক ওষুধ ইত্যাদির মাত্রা চটজলদি হিসেব করতে প্রভূত সাহায্য করবে. এছাড়া রেশম গুটির দাম ও গুটি থেকে সুতোর সম্ভাব্য উৎপাদনেরও গণনা করা যাবে. এটি "রেশম বন্ধু" র প্রথম বাংলা সংস্করণ (1.0) যা অফ-লাইন মোডেও সমানভাবে কার্যকরী. ভবিষ্যতে এর আরও উন্নত সংস্করণ উপলব্ধ হবে যার মাধ্যমে চাষিভাইদের বা রেশম চাষের অন্যান্য অংশীদারদের সাথে সরাসরি যোগাযোগ করা যাবে. আশা করা যায় এই অ্যাপ্লিকেশনটির বর্তমান রুপ রেশম চাষের সাথে যুক্ত সমস্ত ব্যক্তির তাৎক্ষণিক সূচনার জন্য খুবই উপযোগী হবে. অধিক জানকারীর জন্য তাঁরা extn.csrtiber @ gmil, com এই ই-মেলের মাধ্যমে বিষয়-বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন.
Resham Bandhu Bengali V 1.1