সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন. শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সবক্ষেত্রে এই জনপদ এগিয়ে. পদ্মা নদীর তীরের মানুষ হিসেবে আমরা গর্ব অনুভব করি.ফিলিপনগরের সকল মানুষের রক্ত পরীক্ষা এবং অসুস্থ রোগীর জন্যে রক্তের সরবরাহ দ্রুত নিশ্চিত কল্পে ফিলিপনগরের কিছুসংখ্যক তরুণ "ফিলিপনগর ব্ল্যাড ব্যাংক" নামে একটি সংগঠন তৈরি করে. এই সংগঠন ফিলিপিনগরের বিভিন্ন জায়গায় বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করে এবং সকলের তথ্য লিপিবদ্ধ করে.ফিলিপনগর ব্ল্যাড ব্যাংক এই সংগঠনের সাথে প্রথম থেকে কাজ করছেন মোঃ ফায়েজুল্লাহ সরকার ভাই, মোঃ আবু রায়হান রনী ভাই, মোঃ মুকীত উদ্দিন শিশির ভাই, মোঃআলমগীর কবির অলীক ভাই, তুষার কবিরাজ ভাই, চঞ্চল মাহমুদ ভাই, মোঃ আমান উল্লাহ ভাই, আল আমিন, রাজু আহমেদ সহ স্থানীয় অনেকেই. এলাকাভিত্তিক ব্লাড গ্রুপিং তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করেছেন মাসুদ রানা, আলিফ সরকার, জাকির হোসেন, রিন্টু, সঞ্চয়, রিপা আক্তার সহ অনেকেই. সকল রক্তদাতার তথ্য এক্সেল সীটে সংরক্ষিত করে সেখান থেকে রক্ত গ্রুপ এবং মোবাইল নম্বর নিয়ে অসহায় রোগীদের রক্ত প্রদানে সমন্বয়ক হিসেবে কাজ করে চলেছে প্রিয় ছোট ভাই রাজু আহমেদ. কাজটি সকলের কাছে সহজবোধ্য করার প্রয়াসে ফিলিপনগর ব্ল্যাড ব্যাংক, ভয়েজ অব ফিলিপনগর সংগঠন কর্তৃক সংগৃহীত সকল তথ্য নিয়ে এন্ড্রয়েড ব্যবহার উপযোগী এবং রক্ত গ্রহীতা এবং রক্তদাতার সরাসরি যোগাযোগ স্থাপনের জন্যে ফিলিপনগর ব্লাড ব্যাংক নামক এন্ড্রয়েড এ্যাপস তৈরির সিদ্ধান্ত গ্রহন করি. আমার আ্যাপস তৈরিতে নিরলস ভাবে পরিশ্রম করেছে আমার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রিয় ছাত্র মসিউর রহমান সুইট ও আতিক.
একজন ব্যক্তির প্রয়োজনে রক্ত দেয়া একটি মহত কাজ. সচেতনতার অভাবে এবং কিছু ভুল ধারণার কারণে আমরা অনেকেই রক্তদানের মতো দুর্লভ সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করছি প্রতিনিয়ত. অথচ সুস্থ্য প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আমরা প্রতি 1২0 দিন পর কোন রকম শারীরিক ক্ষতি ছাড়াই রক্ত দিয়ে একজন মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারি. নিয়মিত ব্যবধানে কেটে ফেলা চুল-নখ যেমন আমাদের কাজে লাগে না, তেমনি নিয়মিত ব্যবধানে ভেঙ্গে যাওয়া রক্তকণিকাও আমাদের শরীরে কোন কাজে আসেনা. অথচ এই রক্ত অন্যকে দিলে তার জন্য তা হতে পারে অমূল্য.
একবার রক্ত দিয়েই দেখুন কতো ভালো লাগে নিজের কাছে, কতোটা মানসিক তৃপ্তি পাওয়া যায়. রক্ত দিয়ে এবং এ তালিকায় নাম অন্তর্ভূক্ত করে যারা আমার এ উদ্যোগে সামিল হয়েছেন তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা. আমরা চাই শুধুমাত্র রক্তের অভাবে কেউ যেন মারা না যায়.
এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে প্রিয় ফিলিপনগর. সকলকে অসংখ্য ধন্যবাদ. আসুন নিজে রক্ত দিই এবং অন্যকে রক্ত দিতে অনুপ্রেরণা যোগাই.