আগুনের ছ্যাঁকা আর প্রেমের ছ্যাঁকার মাঝে পার্থক্য, আগুনের ছ্যাঁকার দাগ ঢেকে রাখা যায় কিন্তু প্রেমের ছ্যাঁকার যেই দাগ সেটা যতই লুকানোর চেষ্টা করা হোক না কেন ঢেকে রাখা প্রায় অসম্ভব। আমাদের দেশেতো প্রতিটা ছেলের এই অভিজ্ঞতা একটি জন্মগত বিষয়। অর্থ্যাৎ প্রেমের ছ্যাঁকা হলো বাংলাদেশের সবচেয়ে কমন রোগ আর তার চেয়েও বেশি কমন হলো ছ্যাঁকা নিচে তেমন কিছু কমন কাজের নমুনা দেয়া, নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিন কিংবা নিজের দেখা কোনো বন্ধুবান্ধব, পাড়া - প্রতিবেশী আত্মীয়স্বজন কিংবা আত্মীয়স্বজনের আত্মীয়স্বজনের অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিন।