সুদীর্ঘ ২ বছর চেষ্টার পর কবুতরের ৪২ টি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি বিবরণ তৈরি করা সম্ভব হয়েছে। উক্ত অ্যাপের সকল তথ্য উপাত্ত বিভিন্ন জার্নাল, সামাজিক মাধ্যম, স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পিডিএফ বই, নিজস্ব অভিজ্ঞতা এবং ভেটেরনারি চিকিৎসকদের পরামর্শে তৈরি করা হয়েছে তথাপি; স্থান, কাল ও পারিপার্শ্বিক কারণে রোগের লক্ষণ ও চিকিৎসার বিভিন্নতা থাকতে পারে। সেক্ষত্রে, দ্রুত নিকটস্থ ভেটেরনারি চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুক প্রিয় কবুতর।