উষ্ণতা খোঁজার এই দিনে ত্বক চায় আর্দ্রতার ছোঁয়া. হরেক রকম ময়েশ্চারাইজারের পাশাপাশি তেলও হতে পারে এই আর্দ্রতার উৎস. তেল মানেই বুঝি শুধু চিটচিটে ভাব! একদমই তা নয়. বরং শীতের সময়টাতে ত্বক ও চুলের যত্নে কাজে লাগাতে পারেন নানান রকম তেল.
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক তুষার সিকদার বলেন, শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সবচেয়ে ভালো তেল অলিভ অয়েল. ত্বকের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায় এটি. এতে আলাদাভাবে কোনো রাসায়নিক পদার্থ মেশানো থাকে না বলে অতি সংবেদনশীল ত্বকেও ব্যবহার করা যায়. ত্বকের আর্দ্রতা ফিরে পেতে ময়েশ্চারাইজিং লোশনের চেয়েও অলিভ অয়েল বেশি কার্যকর.