শীতে চলের বড় শত্রু খুশকি. এ সময় খুশকি সহ, খুশকির জন্য চুল পরা, চুল ড্রাই হয়ে যাওয়ার মত সমস্যা দেখা দেয়. তাই চুলে একটু বাড়তি যত্ন নিলে আমরা এই সব সমস্যা থেকে মুক্ত থাকতে পাড়ি. তবে চলুন জেনে নেই কীভাবে এই সমস্যা থেকে মুক্তি থাকা যায়. এ থেকে মুক্তি পেতে তেল গরম করে ম্যাসেজ করতে পারেন. এজন্য নারিকেল তেল ব্যবহার করবেন. একটি পাত্রে কিছু নারিকেল তেল নিয়ে তা হালকা গরম করে নিন. এরপর পুরো মাথায় লাগান. খেয়াল রাখবেন মাথার তালুতে যেন ভালোভাবে লাগে. সবশেষে একটি টাওয়েল গরম পানিতে ভিজিয়ে মাথায় পাগড়ীর মতো পেঁচিয়ে পাঁচ মিনিট রাখুন. পরে চুল ধুয়ে ফেলুন.