দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে. যার হারানোর কিছু নেই, তার ব্যাপারে সর্তক থাকুন. সাহসী ও ঝুঁকি গ্রহনে উৎসাহী হোন. সুযোগ হাতছাড়া করবেন না. পেছনের দিকে তাকালে দেখবেন, কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগ আপনি হাতছাড়া করেছেন, তা নিয়েই অনুতপ্ত হচ্ছেন বেশি. কান পেতে থাকুন. সুযোগ অনেক সময়ই দরজায় খুব আস্তে করে টোকা দেয় ...