বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমরা প্রায়শঃই দেখে থাকি নারী ও পুরুষের দাম্পত্যভুবনে ভালোবাসার মানুষটিকে আর ভাল লাগছে নাহ। দিনের পর দিন একই সাথে, একই ছাদের নিচে থাকার পরও সবচেয়ে কাছের মানুষটির উপর বিরক্তবোধ কাজ করছে। আর দাম্পত্য জীবন হয়ে ওঠছে একঘেয়ে এবং অশান্তিময়। যার ফলে সঙ্গীর সঙ্গে ক্রমশঃ দুরত্ব বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় দাম্পত্য জীবন সুখী ও সুন্দর করতে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান।
মূলতঃ পুরুষ ও নারীর দাম্পত্য জীবনকে সুন্দর মধুময় করে তোলার প্রধান অস্ত্র হচ্ছে পারস্পরিক বোঝাপড়া ও আচরণ। দু’টি তরুন-তরুনীর তাজা প্রাণের জীবন সংগ্রামে মিশে থাকে অজস্র সুখ, দুঃখ, হাসি, কান্না ও বেদনা। এসবেরই চূড়ান্ত প্রকাশ ঘটে বিয়ে পরবর্তী দাম্পত্য জীবনে।
দাম্পত্য জিবনের সুখি হবার ইসলামিক বিধান গুলো নিয়ে আমাদের অ্যাপটি সাজানো হয়েছে