বিস্মিল্লাহির রাহমানির রাহীম
বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশন
‘‘গঠনতন্ত্র’’
বাংলাদেশের দক্ষিনাঞ্চলের বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলাসমূহকে নিয়ে গঠিত বরিশাল বিভাগটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত হওয়ায় এ অঞ্চলের জনগন প্রায় প্রতি বছরই দুর্যোগপূর্ণ পরিবেশ মোকাবেলা করে টিকে আছে. ভৌগলিক অবস্থান ও দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে এ বিভাগের উন্নয়ন কার্যক্রম বাংলাদেশের অন্যান্য বিভাগের ন্যায় ত্বরান্বিত হয়নি. বরিশাল বিভাগের উন্নয়ন ও এলাকাবাসীর কল্যানের লক্ষ্যে বরিশাল বিভাগের কর্মকর্তাদের মধ্যে একতা, সম্প্রীতি ও সৌহার্দমূলক সম্পর্ক গড়ে তুলে একটি কল্যানমূলক প্রতিষ্ঠান গঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়েছে. এ সমিতি ‘‘বরিশাল বিভাগের’’ কর্মকর্তাদের মধ্যে একতা, সম্প্রীতি ও সৌহার্দের সেতুবন্ধন হিসেবে কাজ করবে. ফলে ‘‘বরিশাল বিভাগের’’ কর্মকর্তাগন পারস্পরিক সৌহার্দ, কল্যাণধর্মী এবং এলাকার আর্থ- সামাজিক উন্নয়নের জন্য গঠনমূলক কাজে ভূমিকা রাখতে পারবেন. এতে এলাকাবাসী ও এলাকার উন্নতি হবে.
01. এসোসিয়েশনের নাম ঃ এ এসোসিয়েশনের নাম হবে ‘‘বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশন. এর ইংরেজী নাম হবে “ইধৎরংধষ উরারংরড়হ ঙভভরপবৎং অংংড়পরধঃরড়হ”.
0২. এসোসিয়েশনের গঠনতন্ত্র ঃ এসোসিয়েশনের একটি গঠনতন্ত্র থাকবে যা বাংলা ভাষায় লিপিবদ্ধ থাকবে.
03. মনোগ্রাম ঃ এসোসিয়েশনের ‘‘বরিশাল বিভাগের ঐতিহ্য সম্বলিত’’ একটি মনোগ্রাম থাকবে.
04. আওতাভুক্ত জেলাসমূহ ঃ বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরগুনা.
05. এসোসিয়েশনের কার্যালয় ঃ ঢাকা মহানগরীতে অবস্থিত হবে.
06. প্রকৃতি ঃ এটি একটি অলাভজনক, অরাজনৈতিক, কল্যাণমূখী ও সেবাধর্মী সংগঠন.
Website: www.bboabd.org